‘আমি রাজনীতির শিকার হয়েছি’

বিনোদন ডেস্কঃ
Dec 13, 2025 - 11:34
 0  5
‘আমি রাজনীতির শিকার হয়েছি’
শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আইএমডিবির জনপ্রিয় সেলিব্রেটির তালিকায় শীর্ষস্থানে অবস্থান এবং ওয়েব সিরিজ ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’-এর ব্যাপক সাফল্য—সব মিলিয়ে দারুণ সময় পার করছেন অভিনেত্রী শ্রদ্ধা দাস। এই অর্জনে রোমাঞ্চিত শ্রদ্ধা বলেন, “এত বছর ধরে নানা ভাষায় কাজ করেছি। ছয়টি ভাষায় অভিনয় করেছি। তাই এই স্বীকৃতি, প্রশংসা আর ভালোবাসা—সবকিছুই মনভরে উপভোগ করছি।”

সৃজনশীলতার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়েছে ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’। সিরিজটিতে কঙ্কণা সেন শর্মার মতো অভিনেত্রী এবং পরিচালক রোহন সিপ্পির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন শ্রদ্ধা। তাঁর চরিত্র নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে আরও অনুপ্রাণিত করেছে।

শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সাফল্য উদ্‌যাপন প্রসঙ্গে হালকা হাসি দিয়ে শ্রদ্ধা বলেন, “সিরিজ মুক্তির পর থেকেই কাজ আর ইন্টারভিউ নিয়ে ব্যস্ততা বেড়েছে। উদ্‌যাপনের সময়ই পাইনি। তবে সবকিছুর জন্য স্রষ্টার কাছে আমি চিরকৃতজ্ঞ।”

অভিনয়ে আসার পথে পরিবারের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, তাঁর বাবা খুবই সহযোগিতাপরায়ণ ছিলেন। “তবে অন্য বাঙালি পরিবারের মতো তাঁরাও চাইতেন আমি পড়াশোনায় মন দিই। বাবা-মা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই। কিন্তু আমি গণসংযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়েছি। পাশাপাশি গানও শিখেছি,” বলেন শ্রদ্ধা।

ক্যারিয়ারের শুরুর দিকে একটি মিউজিক অ্যালবামের ফটোশুট দেখে কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ তাঁকে একটি ছবিতে নেওয়ার কথা ভেবেছিলেন। যদিও ছবিটি শেষ পর্যন্ত আর হয়নি। স্মৃতিচারণ করে শ্রদ্ধা বলেন, “আমার বাবা-মা দেব আনন্দ স্যারের বড় ভক্ত। ওনার ছবিতে কাজের কথা শুনে তাঁরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। স্যার আমাকে জিনাত আমানের কথা মনে করিয়ে দিই—এই কথাটা বলেছিলেন। এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”

শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউড ও দক্ষিণি ইন্ডাস্ট্রির পার্থক্য প্রসঙ্গে শ্রদ্ধার পর্যবেক্ষণ স্পষ্ট। তাঁর মতে, “দক্ষিণের দর্শক বেশি আবেগপ্রবণ ও অনুগত। সেখানে ভোরবেলা থেকেই হলভর্তি দর্শক পাওয়া যায়। বলিউডে সেটা তুলনামূলক কম। তাই এখন প্যান-ইন্ডিয়া ছবির প্রয়োজনীয়তা আরও বেড়েছে।” শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, “বলিউড কিছুটা অগোছালো হলেও দক্ষিণে কাজের শৃঙ্খলা বেশি। তবে ‘নয়না’ সিরিজের শুটিংয়ে পুরো ইউনিট অত্যন্ত শৃঙ্খলার মধ্যেই কাজ করেছে।”

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে ‘আর্য ২’ ছবিতে কাজ করার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম আনন্দের স্মৃতি হিসেবে দেখেন শ্রদ্ধা। তাঁর ভাষায়, “আল্লু ভীষণ মজার আর তীক্ষ্ণবুদ্ধির মানুষ। তখন থেকেই তিনি স্টাইল ও ফ্যাশন নিয়ে খুব সচেতন ছিলেন। আজ তাঁর আকাশছোঁয়া সাফল্য দেখে আমি সত্যিই খুশি।”

শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভবিষ্যৎ ইচ্ছার কথা বলতে গিয়ে শ্রদ্ধা বলেন, “শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাই। সুযোগ পেলে আবার আল্লু অর্জুনের সঙ্গেও। শাড়ির প্রতি আমার আলাদা টান আছে, তাই সঞ্জয় লীলা বানসালির কোনো ছবিতে শাড়ি পরে অভিনয় করাই আমার স্বপ্ন। রাজ-ডিকের মতো পরিচালকের সঙ্গেও কাজ করতে চাই।”

দীর্ঘ অনিশ্চয়তার সময় পেরিয়ে এখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করছেন শ্রদ্ধা। তিনি বলেন, “১৫–২০ বছর অপেক্ষা করতে হয়েছে আমার পছন্দের চরিত্রগুলো পাওয়ার জন্য। অনেক সময় ছোট চরিত্রে সন্তুষ্ট থাকতে হয়েছে। রাজনীতির শিকার হয়েছি, তারকা-সন্তানের কারণে কাজও হারিয়েছি। আগে এসব নিয়ে খুব কষ্ট পেতাম, এখন আর না। আমি কিছুই থালায় সাজিয়ে পাইনি—সবকিছু অর্জন করেছি পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে।”

শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘নয়না’ সিরিজের জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। শ্রদ্ধার কথায়, “এই সিরিজে আমার কোনো দৃশ্য বা সংলাপ বাদ দেওয়া হয়নি। অতীতে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে, যেখানে আমার দৃশ্য কেটে দেওয়া হয়েছে।”

বাংলা সিনেমা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক ব্যস্ততার কারণে নিয়মিত দেখা হয়নি। তবে বাঙালিয়ানা ধরে রাখার চেষ্টা করেন সবসময়। “বাঙালি খাবার আর মিষ্টি খুব পছন্দ করি। আর চিংড়ি মাছ তো আমার দুর্বলতা,” হাসতে হাসতে বলেন তিনি।

আগামী দিনে শ্রদ্ধাকে দেখা যাবে জয়দীপ আহলাওয়াতের সঙ্গে একটি গ্ল্যামারাস চরিত্রে এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে আরও একটি শক্তিশালী নারী চরিত্রে। তাঁর ভাষায়, “কঙ্কণার পর জয়দীপ ও মনোজের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো।”

অভিনয়জীবনের আক্ষেপ প্রসঙ্গে সামান্য থেমে শ্রদ্ধা বলেন, “ব্যস্ততার কারণে কিছু কাজ করেছি, যেগুলো করতে চাইনি। সেগুলো ভাবলে মাঝে মাঝে খারাপ লাগে। তবে এখনকার আনন্দ সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় তৃপ্তি হলো—এখন নির্মাতারা আমাকে অডিশন ছাড়াই চরিত্র অফার করছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow