আপেল হাতে আবেদনময়ী লুকে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্কঃ
Dec 11, 2025 - 17:24
 0  4
আপেল হাতে আবেদনময়ী লুকে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

ভিনেত্রী জয়া আহসান ঢালিউড ও টালিউডের পাশাপাশি বলিউডেও সমান তালে কাজ করে যাচ্ছেন। দুই বাংলায় অভিনয়ের কারণে তিনি দুদেশেই বিশাল ভক্তপ্রেম ও অনুরাগীর হৃদয় জয় করেছেন। ‘ডিয়ার মা’ হোক বা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক সিনেমায় অভিনয় করে কলকাতায় অসাধারণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। টালিউডে প্রধান নায়িকা হিসেবে তার কার্যক্রম বিশেষভাবে নজরকাড়া।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব থাকেন জয়া আহসান। নিয়মিত ছবি ও নতুন তথ্য শেয়ার করে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে সংযুক্ত থাকেন। সম্প্রতি নতুন একটি ফ্যাশন স্টেটমেন্টে তার ছবি প্রকাশ্যে এসেছে, যা দেখেই নেটিজেনরা মুগ্ধ।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, জয়া লাল রঙের পাথরের জমকালো ব্লাউজ ও ধূসর রঙের জিন্সে আভিজাত্যপূর্ণ লুক উপস্থাপন করেছেন। কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ রোদচশমা এবং পাথরের চুড়ি ও বালা পরিহিত তার হাতে একটি টুকটুকে লাল আপেল তাকে এনে দিয়েছে এক অনন্য আধুনিক ও ঐতিহ্যবাহী ফিউশন লুক।

জয়া আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন—হাতে ধরে, মাথায় ব্যালেন্স করে বা ঠোঁটের কাছে ঠেকিয়ে। তিনি ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপেল হয়ো না।’

নতুন এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা মন্তব্য বাক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “খুব সুন্দর লাগছে।” আরেকজন উচ্ছ্বাসে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ।” একজন আবার মজার ছলে মন্তব্য করেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।”

এইভাবে অভিনয় ও ফ্যাশন দুই ক্ষেত্রেই দর্শকের মনে জায়গা করে নিচ্ছেন জয়া আহসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow