আগামীকাল বিয়ের পিঁড়িতে বসছেন জেফার ও রাফসান
দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর গুঞ্জনের ধোঁয়াশা কাটিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে। আগামীকাল বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ পাড়ার এই আলোচিত জুটির সম্পর্কটি এবার পাচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি।
উভয়ের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ঢাকার আমিনবাজার সংলগ্ন একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই ঘনিষ্ঠজনদের কাছে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। তবে বিয়ের বিষয়ে জেফার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
জেফার ও রাফসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানা এবং শেষমেশ জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। বছরখানেক আগে রাফসানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই মূলত জেফারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাঁদের একসঙ্গে দেখা যায়।
বিশেষ করে গত বছরের মাঝামাঝি সময়ে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে দুজনকে একসঙ্গে দেখা গেলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের কিছু ছবি। সে সময় সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকার পক্ষপাতী ছিলেন। তিনি জানিয়েছিলেন, মানুষ যা ভাবার ভাবুক, তিনি ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে চান না। তাঁরা একে অপরকে জনসমক্ষে ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়ে এসেছেন।
তবে সব লুকোছাপার ইতি টেনে এবার শুভ পরিণয়ের দিকেই এগোচ্ছেন এই জুটি। ভক্ত ও অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকালই শুরু হতে যাচ্ছে জেফার-রাফসানের নতুন পথচলা।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ