বান্দরবানের গহীন জঙ্গলে গাজা চাষ, চাষী আটক
বান্দরবানের থানচি উপজেলায় গহীন জঙ্গলে বিপুল পরিমাণ গাজা চাষের সন্ধান মিলেছে। বিশেষ অভিযান চালিয়ে চাষীসহ গাজা ধ্বংস করেছে বিজিবি ও পুলিশ যৌথবাহিনী।
আটককৃত ব্যক্তি হলেন বলিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা থনরুই ম্রো (২২)। তার কাছ থেকে প্রায় ৪ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জহুরুল ইসলামের নির্দেশে জোনাল কমান্ডার নাঃ সুবে: মোর্শেদ নেতৃত্বে ৮ সদস্যের যৌথবাহিনী সাখয় ম্রো কমান্ডার গ্রামের আশেপাশের গহীন জঙ্গলে অভিযান চালায়। অভিযানে প্রায় দুই কিলোমিটার দূরের পাহাড়ি জমিতে প্রায় ২ একর এলাকায় গাজা চাষের সন্ধান পাওয়া যায়। জুম বাগানের গাজা গাছ ধ্বংস করা হয়।
আটককৃত ব্যক্তিকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ