কাপ্তাইয়ে ৮৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 11, 2025 - 17:54
 0  19
কাপ্তাইয়ে ৮৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে টহল দল কাপ্তাই উপজেলার বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ‘ওরিস’, ১৫ হাজার ২৩০ প্যাকেট ‘ইজি লাইট’ এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট ‘প্যাট্রন’সহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

কাপ্তাই বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান।

অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সাংবাদিকদের জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow