শোক আর শ্রদ্ধায় বিদ্রোহী কবির পাশে সমাহিত শরিফ ওসমান বিন হাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। শনিবার জানাজা শেষে দাফনের সময় শোকের আবহে কান্নায় ভেঙে পড়েন ঝালকাঠি-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ মরহুমের সহপাঠী, স্বজন ও সহকর্মীরা।
জানাজা ও দাফন অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাফনের সময় আবেগাপ্লুত পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই অশ্রুসজল চোখে মরহুমকে শেষ বিদায় জানান।
উপস্থিত ব্যক্তিরা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন আদর্শবান, বিনয়ী ও মানবিক গুণসম্পন্ন মানুষ। তাঁর জীবনাচরণ ও কর্মে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের প্রতিফলন স্পষ্ট ছিল। সহকর্মী ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে মরহুমের দাফনকে অনেকেই এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, বিদ্রোহী কবির স্মৃতিবিজড়িত এই স্থানে চিরনিদ্রায় শায়িত হওয়া মরহুমের জীবনের প্রতি এক বিশেষ সম্মান ও মর্যাদার প্রতীক।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত সবাই।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ