আখাউড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশি যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মুন্না (১৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি রাতের দিকে জানাজানি হয়।
আটক মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক মো. শাহআলম মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকে মুন্নার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তারা জানতে পারেন, বিএসএফ তাকে আটক করেছে। পরবর্তীতে আগরতলায় অবস্থানরত আত্মীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন মুন্নার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটক মুন্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, বুধবার ভোরে মুন্না আখাউড়ার বাউতলা সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় মাদকসহ বিএসএফ তাকে আটক করে। পরবর্তীতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মুন্নাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?
মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ