ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন বিকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা: ট্যুরিজম বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 10, 2026 - 21:46
 0  2
ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন বিকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা: ট্যুরিজম বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক বিশেষ কর্মশালা। শনিবার (১০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কর্মরত জেলার ৬৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা এবং এর নানামুখী ইতিবাচক দিক তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান ও উপ-পরিচালক মো. মাজহারুল ইসলাম।

দেশের পর্যটন খাতের গুরুত্ব তুলে ধরে পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, “বিশ্ব অর্থনীতির প্রায় ১০ শতাংশ আসে শুধুমাত্র পর্যটন খাত থেকে। কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলায় বহু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে, যা পর্যটকদের আকৃষ্ট করার ক্ষমতা রাখে। এই সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এ সময় বক্তারা জানান, দেশের পর্যটন খাতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন শিল্পের বিকাশেও বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow