আশুলিয়া ও সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২
ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাহাদাত মোল্লাকে (৪৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত মুন্সিগঞ্জের লৌহজং থানার কারপাশা গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার ব্যারন তেতুলতলা এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।
অপরদিকে, একই রাতে (১০ জানুয়ারি দিবাগত রাত) ১টার দিকে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবির আরেকটি দল সাভার থানার জালেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ পুড়িয়া হেরোইনসহ সজল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সজল সাভারের ব্যাংক কলোনী এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। পুলিশের সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, সজলের বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া ও সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আশুলিয়া থানার মামলা নং-৩৬ এবং সাভার থানার মামলা নং-২৩ মূলে আসামিদের ১১ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ