শ্রীনগরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 19, 2025 - 19:32
 0  11
শ্রীনগরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিংপাড়া বালুর মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন তন্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের শেখ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মেল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মোহন, সিংপাড়া বাজার কমিটির সভাপতি বাবুল শেখ, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহে আলম ঢালী, অনিক ইসলাম অভি, সুরুজ মোড়ল, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম দীপু, কোষাধ্যক্ষ সজিব শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ বেপারী, সদস্য সচিব জাকারিয়া মৃধা, যুগ্ম আহ্বায়ক সিফাত হোসেন অভি, কৃষক দলের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক রবিউল শেখ, ছাত্রদলের সহ-সভাপতি আরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন, দপ্তর সম্পাদক মাহফুজসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow