"নির্বাচনকে ঘিরে দেশে ‘অস্থিতিশীলতার পাঁয়তারা’ চলছে": মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 8, 2025 - 16:53
Aug 8, 2025 - 16:53
 0  9
"নির্বাচনকে ঘিরে দেশে ‘অস্থিতিশীলতার পাঁয়তারা’ চলছে": মীর সরফত আলী সপু

"নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ‘ফ্যাসিস্ট শক্তি’ পাঁয়তারা করছে"—এমনই এক বিস্ফোরক অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এখন সজাগ এবং কোনো ধরনের উসকানিতে পা দেবে না।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মীর সপু বলেন, "একটি গোষ্ঠী চায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা কোনো উসকানিতেই পা দেবে না।"

শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, "স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবো।"

এর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow