"আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যাবে বিএনপি"—রাজীব আহসান

"আগামী নির্বাচনে দলের ভোটের ক্ষতি হলে কোনো নেতাকর্মীর দলে জায়গা হবে না"—এমনই এক কড়া ও সুস্পষ্ট বার্তা নিয়ে পিরোজপুরের তৃণমূলের মুখোমুখি হলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর শহীদুল আলম নীরু মিলনায়তনে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতাকর্মীদের ভিড়ে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি তার বক্তব্যে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
রাজীব আহসান বলেন, "আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় আপনাদের দরজায় হাজির হয়েছি। এখন থেকে দলের কোনো নেতাকর্মী স্বেচ্ছায় সালিশিসহ স্থানীয় কোনো বিষয়ে নিজেদের জড়াতে পারবেন না। প্রয়োজনে আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন। আপনারা যদি তারেক রহমানের স্বপ্নের সারথি হতে চান, তাহলে দলের নির্দেশনা অক্ষরে অক্ষরে মানতে হবে।"
তিনি আরও বলেন, "আগামীতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যাবে। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে তার হাতকে আরও শক্তিশালী করতে হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে, যা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?






