সাভারে জুয়ার আসরে ডিবি পুলিশের হানা

ঢাকার সাভারে এক জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সাভার মডেল থানাধীন বড়ালি এলাকায় এই অভিযান চালানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের (পিপিএম-বার) নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার বাসিন্দা মোঃ সাইফুল মিয়া (৪৫), মানিকগঞ্জ জেলার বাসিন্দা মোঃ আব্বাস মিয়া (৫৫) এবং রংপুর জেলার বাসিন্দা মোঃ নুর হোসেন (৩২)। তারা তিনজনই বর্তমানে সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কাজী কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বড়ালি এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তাদের কাছ থেকে এক বান্ডিল তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ৭,৩২০ টাকা জব্দ করা হয়।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মতো জুয়াও একটি সামাজিক ব্যাধি। সমাজকে সুরক্ষিত রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
What's Your Reaction?






