নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কার কাজ ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা

নওগাঁর আত্রাই উপজেলার পল্লী বিদ্যুত সাব স্টেশন থেকে ভরতেঁতুলিয়া গ্রামের শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজ দীর্ঘদিন থেকে বন্ধ পড়ে রয়েছে। ঠিকাদার কাজ শুরু করে অর্ধেক কাজ করেই লাপাত্তা হওয়ায় বৃষ্টি হলেই রাস্তার বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে ভরতেঁতুলিয়া ও কাশিয়াবাড়ি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে রাস্তাটি পাকা করার লক্ষ্যে কাজ শুরু হলেও ঠিকাদার কর্তৃপক্ষের কোনও কার্যকর মনোযোগ না থাকার কারণে কাজ সম্পন্ন হয়নি। রাস্তার বেহাল দশা যোগাযোগ ব্যাহত করছে এবং শুঁটকি ব্যবসায়ীদের কাঁচামাছ পরিবহণে বাধা সৃষ্টি করছে, যা স্থানীয় অর্থনীতির জন্য বড় আঘাত।
ভরতেঁতুলিয়া গ্রামের ইউপি সদস্য সাইদুর রহমান আকন্দ ও বিএনপি নেতা আব্দুর রহমান সেন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পরও তাদের কথা কর্তৃপক্ষ শোনেনি। রাস্তা প্রশস্ত করার জন্য বেশ কিছু বাড়ি-ঘর ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ কাজ বন্ধ হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে।
উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার জানান, প্রাথমিক পর্যায়ে কাজের মান খতিয়ে দেখা হলে তা নিম্নমানের প্রমাণিত হয়। ঠিকাদারকে পুনরায় কাজের জন্য বলা হলেও তিনি কাজ বন্ধ রেখেছেন। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কার সম্পন্ন করে যোগাযোগের সমস্যার সমাধান ও শুঁটকি ব্যবসায়ীদের স্বস্তি দাবি করছেন।
What's Your Reaction?






