‘আলোকিত রাণীনগর’ গড়ার স্বপ্নসারথিদের সংবর্ধনা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Aug 14, 2025 - 20:39
 0  5
‘আলোকিত রাণীনগর’ গড়ার স্বপ্নসারথিদের সংবর্ধনা

যারা নিজেদের মেধা ও শ্রমে উজ্জ্বল করেছে রাণীনগরের মুখ, সেই স্বপ্নসারথিদের সাফল্যের জয়গানে মুখরিত হয়ে উঠলো উপজেলা অডিটোরিয়াম। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দিয়ে তাদের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিলো রাণীনগরের প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল মেধা, অনুপ্রেরণা আর উচ্ছ্বাসের এক মিলনমেলা। উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানের এক অনন্য সংযোজন ছিল, আগত সকল অতিথিকে ফুল বা ক্রেস্টের পরিবর্তে একটি করে গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া, যা সবুজ ও আলোকিত ভবিষ্যতের প্রতীক।

আরপিএ’র সভাপতি মো. শাহীনুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত এক শিক্ষার্থী জানায়, "আরপিএ’র এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনে পাওয়া সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাদের দেওয়া দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।"

“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন”— এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে ২০২০ সাল থেকে যাত্রা শুরু করে আরপিএ। শুধু কৃতি শিক্ষার্থী সংবর্ধনাই নয়, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার গঠনমূলক কর্মশালার মাধ্যমে তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি, দুর্গম এলাকায় ফ্রি-মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াও তাদের এই মহৎ মিশনেরই একটি অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow