কুমার নদের বুকে অবৈধ সেপটিক ট্যাংক গুঁড়িয়ে দিল নগরকান্দা প্রশাসন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
Aug 14, 2025 - 20:34
Aug 14, 2025 - 20:53
 0  6
কুমার নদের বুকে অবৈধ সেপটিক ট্যাংক গুঁড়িয়ে দিল নগরকান্দা প্রশাসন

নদীর জীবন হরণ করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমার নদের দুই পাড়ে অবৈধভাবে নির্মিত একাধিক সেপটিক ট্যাংক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমার নদের পাড় দখল করে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণ করেছিলেন, যার বর্জ্য সরাসরি নদীতে মিশে পানি দূষিত করছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দিয়ে আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকাল ৩টার মধ্যে নিজ উদ্যোগে এসব অবৈধ ট্যাংক সরিয়ে ফেলার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দখলদাররা কর্ণপাত না করায় কঠোর পদক্ষেপে যায় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে একদল কর্মী অভিযান চালিয়ে অবৈধ ট্যাংকগুলো ভেঙে ফেলে।

শুধু উচ্ছেদ করেই ক্ষান্ত হয়নি প্রশাসন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী সংশ্লিষ্ট স্থাপনার মালিকদের জরিমানা করা হয়।

ইউএনও দবির উদ্দিন দৃঢ়তার সাথে বলেন, "নদী আমাদের প্রাণ, পরিবেশ আমাদের অস্তিত্ব। এর ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না। দখলদার যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও নদী রক্ষায় আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।"

এই অভিযানে পুলিশ বিভাগ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে সহায়তা করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের এই সাহসী পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার পরিবেশ সচেতন মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow