নেছারাবাদে ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 8, 2025 - 15:32
 0  1
নেছারাবাদে ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ একটি বিদ্যালয়ের নৈশ প্রহরী এবং আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি (গোয়েন্দা) পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নৈশ প্রহরী মো. রাজিব মোল্লা (৪০) রয়েছেন। তিনি উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে এবং গুয়ারেখা ইউনিয়নের এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে কর্মরত আছেন। অপর গ্রেফতার ব্যক্তি শাকিল সিকার (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পূর্ব সোহাগ দল ইউনিয়নের গ্রীনরোড এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়। শাকিল সিকারের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং রাজিব মোল্লার বিরুদ্ধে মাদক কেনাবেচার প্রমাণ পাওয়া গেছে।

এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রাজিব মোল্লা গত দুই বছর ধরে বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি জানতেন না। ম্যানেজিং কমিটির সভাপতি বলেছেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর ডিবি পুলিশ অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মূলে ৩৬(১) সারণী ১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারা পিরোজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ হবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow