পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এ নবীন বরন ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের ব্যুরো চীফ মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম কাজল প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য। তোমরা যারা আজ নবীন হিসেবে এই কলেজে যোগ দিয়েছো, তারা হবে আগামী দিনের নেতৃত্ব। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস—এই তিন গুণই তোমাদের পথচলার মূল ভিত্তি হওয়া উচিত।
আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়, যা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ