পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 11, 2025 - 15:51
 0  1
পিরোজপুর জেলা পুলিশের  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  (১১ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশের রুটিন মাফিক কাজ হিসেবে পুলিশ সদস্যদের কল্যাণার্থে এ কল্যানসভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা'র সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার  অফিসার ও ফোর্সদের সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন এবং  তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ দেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা,পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার,পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কল্যান সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

কল্যাণ সভা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড  অপস),জনাব মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান,অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী,পিপিএম,   অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ সহ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow