পিরোজপুরে তারেক রহমানের সাক্ষাৎকারের উন্মুক্ত গণপ্রদর্শনী

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Oct 18, 2025 - 21:33
 0  13
পিরোজপুরে তারেক রহমানের সাক্ষাৎকারের উন্মুক্ত গণপ্রদর্শনী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের উন্মুক্ত গণপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে। শনিবার (১৮ অক্টোবর) জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মুন্সীরহাট বাজারে এ আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

অনুষ্ঠানের আয়োজন করেন ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা জানান, তারেক রহমানের যুক্তি, প্রজ্ঞা ও দেশপ্রেমের বক্তব্য তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে।

গণপ্রদর্শনী শেষে উপস্থিত জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow