বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা ফায়জুল কবির তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে গন-সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪নভেম্বর) বিকাল ৪টায় ইন্দুরকানী উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে উপজেলা বিএনপি'র আয়োজনে সর্ব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জানা যায়,ফায়জুল কবির তালুকদার দলীয় সিদ্বান্তের অমতে গিয়ে বিগত ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে দলীয় পদ থেকে বহিষ্কার করে দলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার (২০নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে ফায়জুল কবির তালুকদারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া ও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত হয়।
ফায়জুল কবির তালুকদার বিগত কয়েকদিন জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় অদ্য সোমবার (২৪ নভেম্বর) এলাকায় ফিরে আসলে উপজেলা বিএনপির আয়োজনে সর্বস্তরের জনগনের অংশ গ্রহণে গন- গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন।
এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন পর তাকে রাজনৈতিক অঙ্গনে ফিরে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কোলাকুলি,করমর্দন করে বুকে জড়িয়ে নেন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফায়জুল কবির তালুকদার বলেন, আমি ছাএজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে একাধিকবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছি। দীর্ঘ ৫টি বছর বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছি,এলাকার কল্যাণে কাজ করেছে। আমি পরপর ২বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোট পেয়েও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রে আমাকে পরাজিত করা হয়েছিল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি আমার পরিবারের ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, ব্যাক্তিস্বার্থের জন্য নয়। আমি যতদিন বেঁচে থাকবো,শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতির সাথে নিজেকে নিয়োজিত রাখবো,নীতি ও আদর্শ থেকে কখনো বিচলিত হবো না। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীদিনের রাজনৈতিক অঙ্গনে কাজ করে যাবো,আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
এসময় ফায়জুল কবির তালুকদার সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ