মঠবাড়িয়ায় নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা শীর্ষক পিপলস ডায়ালগ প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 25, 2025 - 16:02
 0  2
মঠবাড়িয়ায় নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা শীর্ষক পিপলস ডায়ালগ প্রোগ্রাম অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা শীর্ষক পিপলস ডায়ালগ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেতমোর ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ মাঠে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূলের সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন  কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান। 

এ সময়ে ডিজিটাল প্রজেক্টারের মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে চারটি পর্বের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে কেমন ছিলো তা প্রচার করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চাকরিজীবী সাংবাদিক  সিএনজি ও রিকশাচালক  চা বিক্রেত, দোকানদার, নাপিত,  ইমাম,  মন্দিরের পুরোহিত, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রবাসী,  কৃষক, জেলে, শ্রমিকসহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান, বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম ফেরদৌস রুম্মান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা,  উপজেলা ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

এ সময়ে মহিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মালিহা তাবাসসুম মিম বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা। 

কৃষক আবু হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুদমুক্ত কৃষি ঋণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য, খাল খননসহ কৃষি ব্যবস্থার উন্নয়ন প্রত্যাশা করি।

বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম ফেরদৌস রুম্মান বলেন, বিগত স্বৈরাচার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আমার প্রত্যাশা থাকবে যেন স্থানীয় সরকারকে পূনরায় শক্তিশালী করা হয়।

সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, জিয়াউর রহমানের শাসনামল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি। গত ১৭ বছরে হাসিনা সরকারের এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার শাসনামল তাদের দেশ গঠনে ভূমিকা জানতে দেয়া হয়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow