পুলিশ কনস্টেবল পদে চাকরির নামে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 23, 2025 - 12:40
 0  5
পুলিশ কনস্টেবল পদে চাকরির নামে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

ঢাকা জেলার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত প্রতারকের নাম মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫)। তিনি ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি জনপ্রতি ৮ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধামরাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow