ফরিদপুরে চার দফা দাবিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 23, 2025 - 13:08
 0  3
ফরিদপুরে চার দফা দাবিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্মারকলিপি প্রদান

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসনের মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন আন্দোলনরত ওলামা মাশায়েখের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলো হলো: ১. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে, ২. গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, ৩. শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় পাঠক্রমকে আরও শক্তিশালী ও বাধ্যতামূলক করতে হবে, ৪. জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক, মাওলানা মুফতি আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল এবং শ্রমিক আন্দোলনের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় ওলামা মাশায়েখরা।

নেতৃবৃন্দ বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তারা আরও বলেন, জাতীয় শিক্ষানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলেম সমাজের অংশগ্রহণ দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সুসংহত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow