ভিক্ষুক পুনর্বাসনে ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 23, 2025 - 13:44
 0  3
ভিক্ষুক পুনর্বাসনে ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগ

ফরিদপুরে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিক্ষাবৃত্তিতে নির্ভরশীল ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলার প্রয়াসে তাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ জন ভিক্ষুকের হাতে ছাগল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। আয়োজকরা জানিয়েছেন, এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান এবং সমাজকল্যাণ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তারা জানান, "পেটের দায়ে আমরা সারা শহর ঘুরে ভিক্ষা করি। যা আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চলে। আমাদের পুনর্বাসনের কথা কেউ কখনো ভাবে না। আজকে বিনামূল্যে যে ছাগল পেলাম, তা আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় সম্পদ। এই ছাগল লালন-পালন করে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।"

এই উদ্যোগটি ভিক্ষাবৃত্তির মতো সামাজিক সমস্যার সমাধানে একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভিক্ষুকদের অনুদানের উপর নির্ভরশীল না রেখে তাদের আয়ের উৎস তৈরি করে দেওয়ার মাধ্যমে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ করে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow