হাসপাতালে ফেলে যাওয়া নবজাতকের সহায়তায় তারেক রহমান
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় পাওয়া নবজাতকের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশু আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল’।
সম্প্রতি হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে একটি নবজাতককে ফেলে রেখে যায় অজ্ঞাত কেউ। শিশুটির পাশে একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল— “পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম।”
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই তারেক রহমানের পরামর্শে সহায়তা সেলের সদস্যরা শিশুটিকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তারা নবজাতকের চিকিৎসা ও যত্নের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমানের সঙ্গে কথা বলেন। তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ