মাগুরায় দুদিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 9, 2025 - 12:28
 0  4
মাগুরায় দুদিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠিত

ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন। নিত্য লীলায় প্রবিষ্ট প্রভুদান শ্রীল ১০৪ কুঞ্জ বিহারী দাস বাবাজী মহারাজের তিরোধান বিরহ মহোৎসব স্মরণে এবং রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় মহাসম্মেলন ভক্ত-শ্রদ্ধালুদের মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবার গভীর রাত পর্যন্ত চলে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা। খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রমের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত শত শত সাধু, গুরু, বৈষ্ণব ও হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, সহ-সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের ভজন-সঙ্কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও ভক্তিসঙ্গীতের সুরে।

ভক্তরা জানান, এ ধরনের আধ্যাত্মিক সম্মেলন শুধু ধর্মীয় চেতনা জাগ্রত করে না, বরং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow