শ্রীনগরে মামলা জেরে প্রবাসীর চলাচলের রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমার জেরে এক প্রবাসীর যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ওই এলাকার মৃত শেখ আইন উদ্দিনের ছেলে রশিদ শেখ, তার স্ত্রী নাজমা বেগম, ভাতিজা ইমরান ও ভাইয়ের স্ত্রী লাকী বেগম মিলে প্রবাসী ফারুক ও ফেরদৌসের বাড়িতে যাওয়ার রাস্তায় বেড়া নির্মাণ করেন।
ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌসের মা কুলসুম বেগম বাদী হয়ে রশিদ শেখসহ চারজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর আগে ফারুক ও ফেরদৌস ষোলঘর মৌজার সাড়ে ৯ শতাংশ জমি প্রতিবেশী নুরমোহাম্মদ গংয়ের কাছ থেকে ক্রয় করে ভোগদখলে আছেন। ওই বসতবাড়ি থেকে মূল সড়কে পৌঁছাতে তিন লাখ টাকার বেশি ব্যয়ে তারা একটি কাঁচা রাস্তা নির্মাণ করেন।
কিন্তু জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের মধ্যে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা চলমান থাকায়, এর জের ধরে শনিবার দুপুরে রশিদ শেখগং লাঠি, দা, শাবল ও লোহার রড নিয়ে রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেন।
এ সময় প্রবাসীর মা কুলসুম বেগম প্রতিবাদ জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। প্রাণের ভয়ে তিনি দৌড়ে বাড়িতে আশ্রয় নেন। পরে অভিযুক্তরা রাস্তায় দুটি বাঁশের বেড়া বসিয়ে পুরোপুরি চলাচল বন্ধ করে দেয় এবং কেউ বেড়া সরাতে গেলে খুন-জখমের হুমকি দেয়।
এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ