ভারত থেকে বাংলাদেশে হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র জবাব দেবে

আন্তর্জাতিক ডেস্কঃ
Dec 23, 2025 - 18:40
 0  4
ভারত থেকে বাংলাদেশে হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র জবাব দেবে
ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল-এন)-এর যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বাংলাদেশকে ঘিরে ভারতের যেকোনো ‘খারাপ অভিপ্রায়’ বা হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে আঘাত হানার চেষ্টা করা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার উপযুক্ত জবাব দেবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায় কিংবা কোনো খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করে, তবে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূরে নয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতের তথাকথিত ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। অতীতে ভারতকে পাকিস্তান কঠিন পরিস্থিতিতে ফেলেছে উল্লেখ করে তিনি দাবি করেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও একই পদক্ষেপ নিতে পিছপা হবে না ইসলামাবাদ।

উসমানি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে ‘বিরক্ত করছে’ এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে।

এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। এতে দুই দেশের কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা গেলে আঞ্চলিক প্রভাব বহুগুণে বাড়বে। উসমানির ভাষায়, “যারা বন্দর ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে, তারাই বিশ্ব শাসন করে।”

পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন পিএমএল-এন-এর এই যুবনেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow