শিক্ষিকা মাহরিনের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেছেন, শিক্ষিকা মেহেরিনের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম এই বিপর্যয়কে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, "ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। এই দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু।"
শোকবার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষভাবে শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, "নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মাহরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।"
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি সংহতি প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাবেন। তিনি আরও বলেন, "এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি।"
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট, বহু শিক্ষার্থী এবং সাহসী শিক্ষিকা মেহেরিন চৌধুরী নিহত হন। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
What's Your Reaction?






