সচিবালয়ে শিক্ষার্থীর মৃত্যুর খবরটি গুজব

সচিবালয়ে আন্দোলনরত অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি জানিয়েছে, আন্দোলনে হাসিরুন মাহিন সূর্য নামে এক শিক্ষার্থী আহত হয়েছিলেন, তবে তিনি এখন সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সময়ে হাসিরুন মাহিন সূর্য নামে এক শিক্ষার্থী আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে রিউমার স্ক্যানারকে নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আহত অবস্থার ছবি ব্যবহার করে মৃত্যুর গুজব ছড়ানো হয়।
গুজব, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কাজ করা রিউমার স্ক্যানার জানিয়েছে, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভুয়া তথ্য প্রচারের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাসেই তারা ২৯৬টি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য শনাক্ত করেছে।
রিউমার স্ক্যানার আরও বলেছে যে, তারা নিয়মিতভাবেই এ ধরনের অপপ্রচার চিহ্নিত করে জনগণকে সঠিক তথ্য জানানোর জন্য কাজ করে যাচ্ছে।
What's Your Reaction?






