খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
Dec 3, 2025 - 19:59
 0  6
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। টানা ১১ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা এখনও গুরুতর রয়ে গেছে। পাশাপাশি কিডনির কার্যকারিতা এখনও প্রত্যাশিত মাত্রায় ফিরছে না। এ কারণে তার সার্বিক শারীরিক উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মতে, আগামী কয়েক দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে তার সার্বিক খোঁজ-খবর নেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসাসেবা ও অবস্থার বিষয়ে খোঁজ নেন।

২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও সংক্রমণজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই সিসিইউতে তার চিকিৎসা চলছে।

হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, বিজিবি ও পিজিআরের সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিএনপির নেতা–কর্মীরা হাসপাতালে ভিড় জমালেও নিরাপত্তাজনিত কারণে তাদেরকে নিয়ন্ত্রিত অবস্থানে রাখা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার মতো স্থিতিশীলতা এখনো তৈরি হয়নি। মেডিকেল বোর্ড প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রেখেছে এবং প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow