আইপিএল থেকে মুস্তাফিজকে বাদের নির্দেশে বিজেপির উল্লাস, বিসিসিআইকে সাধুবাদ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি বড় ‘জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।
শনিবার (০৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষকে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
বিসিসিআইয়ের এই নির্দেশনার খবর প্রকাশ্যে আসার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম। বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ভারতের ১০০ কোটি সনাতনী মানুষের আবেগের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। এটি গোটা দেশের হিন্দুদের জন্য একটি বড় জয়।”
এর আগে আইপিএলের নিলাম থেকে চড়া দামে মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই তোপের মুখে পড়েছিলেন কেকেআর মালিক শাহরুখ খান। সঙ্গীত সোমসহ একাধিক রাজনৈতিক ও ধর্মীয় নেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ করেছিলেন। মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করেই মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।
উল্লেখ্য, আসন্ন আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে বাংলাদেশি এই তারকা পেসারকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজনৈতিক উত্তেজনার জেরে শেষ পর্যন্ত আসর শুরুর আগেই দল থেকে ছিটকে যেতে হলো তাকে।
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ