দিল্লিতে বিলাসবহুল ‘চাণক্য স্যুট’-এ উঠেছেন পুতিন, প্রতি রাতে খরচ ৮ থেকে ১০ লাখ রুপি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে ঘিরে পুরো দিল্লিতেই নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সফরকালে তিনি অবস্থান করছেন রাজধানীর অত্যাধুনিক সুবিধাসম্পন্ন আইটিসি মৌর্য হোটেলের প্রেসিডেন্সিয়াল ‘চাণক্য স্যুট’-এ।
হোটেল কর্তৃপক্ষ জানায়, পাঁচতারকা বিলাসবহুল এই স্যুটে এক রাতের ভাড়া ৮ থেকে ১০ লাখ ভারতীয় রুপি। সুইটটির আয়তন প্রায় ৪ হাজার ৬০০ বর্গফুট। এতে রয়েছে উন্নতমানের সিল্ক প্যানেলিং, গাঢ় কাঠের মেঝে, নান্দনিক চিত্রশিল্প, প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাসওয়্যার, মাস্টার বেডরুম, ওয়াক-ইন ক্লোজেট, স্টিম রুম, সাউনা, ব্যক্তিগত জিম, ১২ আসনের ডাইনিং রুম, গেস্ট রুম, আলাদা অফিস কক্ষ, লিভিং ও রিসেপশন এরিয়া। স্যুটের জানালা থেকে এক নজরে দেখা যায় দিল্লি শহরের মনোরম দৃশ্য।
পুতিনকে ঘিরে হোটেলজুড়ে সাজানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হোটেলের মূল প্রবেশপথে অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হয়েছে। করিডোরজুড়ে নজরদারি ক্যামেরা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া দল প্রস্তুত রাখা হয়েছে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়।
বিশ্বনেতাদের আতিথেয়তায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আইটিসি মৌর্য হোটেলের। পাঁচতারকা এই হোটেলে রয়েছে ৪১১টি কক্ষ, ২৬টি সুইট, ৯টি রেস্তোরাঁ এবং ৫টি ব্যাংকুয়েট হল। রাষ্ট্রীয় সফরের সময় বহু আন্তর্জাতিক অতিথিই এই হোটেলে অবস্থান করে থাকেন। সেই ধারাবাহিকতায় ভারত সফরে এবার একই হোটেলকে বেছে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ