জমিয়তে উলামায়ে ইসলামকে চার আসন ছেড়ে দিল বিএনপি

অনলাইন ডেস্কঃ
Dec 23, 2025 - 16:34
 0  3
জমিয়তে উলামায়ে ইসলামকে চার আসন ছেড়ে দিল বিএনপি
ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জোটের এই সমঝোতার আওতায় দলটিকে চারটি সংসদীয় আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল জানান, সমঝোতার অংশ হিসেবে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি স্পষ্ট করে বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলীয় সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

এই আসন সমঝোতার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের নির্বাচনী কৌশল আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow