গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন রাশেদ খান

অনলাইন ডেস্কঃ
Dec 27, 2025 - 14:24
 0  3
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন রাশেদ খান
ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাশেদ খান দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়টি জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে একটি চিঠি দিয়েছেন রাশেদ খান। চিঠিতে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘‘আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি। এই দীর্ঘ পথচলায় আপনিসহ সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।’’

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট।’’ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও দলের এবং সভাপতির জন্য শুভকামনা জানিয়ে তিনি তার চিঠি শেষ করেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের সমীকরণকে সামনে রেখেই এই সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, চলমান যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ-৪ আসনটি রাশেদ খানকে ছেড়ে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow