মহম্মদপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা এবং মহম্মদপুর থানা পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের প্রয়োজনীয় সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ জনগণের সেবাদান কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ