তারেক রহমানের আগমন প্রস্তুতি ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজয়নগরে দোয়া মাহফিল
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরাতলা কাঞ্চনপুর বাজারসংলগ্ন মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেহান উদ্দিন ভূঁইয়া। দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাবেক জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকতিয়ার উদ্দিন ইকতারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ— মো. মামুনুর রশিদ, মোহাম্মদ সাঈদ খোকন, মো. আবু তাহের ভূঁইয়া, মোহাম্মদ রাকিব হাজারী, হাজী মোহাম্মদ কামাল হোসেন, আসাদুল হক শিপন, মো. মাসুম মিয়া, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ জুয়েল মুন্সী, মোহাম্মদ মতালিব মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ রমুজ আলীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক মুহূর্ত। এ উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, এটি কোনো ভোটকেন্দ্রিক কর্মসূচি নয়; বরং তারেক রহমান যেন নিরাপদ ও সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং তাঁকে যথাযথভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেন।
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই নেতাকর্মীদের মাঠে সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার দৃঢ়তা তুলে ধরে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ