রোয়াংছড়িতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও: শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Dec 23, 2025 - 10:30
 0  2
রোয়াংছড়িতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও: শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে দুর্গম এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজনিন আলম তুলি।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) তিনি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুর্গম রনিন পাড়া এলাকায় অবস্থিত 'রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়' ভোট কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেন।

নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউএনও সেখানে মানবিক সহায়তা কার্যক্রমেও অংশ নেন। তিনি রনিন পাড়ার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেখানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ নাফিজ স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে ইউএনও-র সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow