শরীয়ত পরিপন্থী আচরণের দায়ে স্ত্রীকে তালাক
ফরিদপুরের সদরপুরে দাম্পত্য কলহ ও স্ত্রীর বিরুদ্ধে শরীয়ত বিরোধী আচরণের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের সংবাদ পাওয়া গেছে। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারা মোতাবেক স্ত্রী রুখসাত জাহান রিদিকে তালাকের আইনগত নোটিশ প্রদান করেছেন স্বামী মোঃ সুজাত মল্লিক।
পারিবারিক সূত্রে প্রাপ্ত সংবাদে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামের মৃত ধলা মল্লিকের পুত্র মো. সুজাত মল্লিকের সাথে কোতয়ালী থানার তাম্বুলখানা গ্রামের ওবায়দুর মল্লিকের কন্যা রুখসাত জাহান রিদির বিবাহ সম্পন্ন হয়েছিল। বিবাহের পর থেকেই স্ত্রী' র আচার আচরণ ইসলামী শরীয়ত পরিপন্থী তাকে অনেক বার বোঝানোর চেষ্টা করলেও কোন প্রকার আয়েত্তে আসে না, আামার ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে তার ভবিষ্যৎ চিন্তা করে এই তালাকের সিদ্ধান্ত নিয়েছি।
সুজাত মল্লিক তার নোটিশে দাবি করেন, বিবাহের পর থেকেই স্ত্রীর নৈতিকতা বিরোধী আচরণ এবং শারীরিক অযোগ্যতা প্রকাশ পায়, যা ইসলামী শরীয়তের বিধান ও দাম্পত্য বিধির সম্পূর্ণ পরিপন্থী।
সুজাত মল্লিক জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং অন্যের কোনো প্ররোচনা ছাড়াই ১৫ ডিসেম্বর তারিখে ‘তালাকে বায়েন’ প্রদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এই আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন ফরিদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম) নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
আইন অনুযায়ী, বিচ্ছেদের এই নোটিশের কপি ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্ত্রী রুখসাত জাহান রিদির ঠিকানায় পাঠানো হয়েছে। এছাড়াও দাপ্তরিক প্রয়োজনে এক কপি কাজী অফিসে সংরক্ষিত রাখা হয়েছে।
এ বিষয়ে রুখসাত জাহান রিদি বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ