জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না- সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 18, 2025 - 21:43
 0  4
জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না- সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নির্ভর করে প্রথমে জনগণ তারপর যে দল পার্টিসিপেট করে তারা তারপরে ইলেকশন কমিশন তারপরে প্রশাসন তারপরে হলো আইন-শৃঙ্খলা বাহিনী।জনগণ যে সময়  নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না নির্বাচন ভালোভাবে হয়ে যাবে।পার্টিগুলো যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহঅবস্থানে থাকে তবে ওটা আমাদের জন্য ভালো, আর সবচেয়ে বড় দরকার হলো আপনাগো সাংবাদিকদের। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন তবে কিন্তু সবচেয়ে ভালো হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিস হামলাকারী এখনো গ্রেফতার হয়নি ঠিক আছে কিন্তু তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) ফিরোজ কবির,সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের প্রভাষক,বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুরা উচ্চ বিদ্যালয় , বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ও রাজদিয়া আব্দুল জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট পাঁচটি বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব)জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সাথেও কুশল বিনিময় করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow