শ্রীনগরে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে রফিক শেখ (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের বাড়ির একতলা ছাদের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, রফিক শেখ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তারা অভিযোগ করেন, রানা শেখের বাড়িতে রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা হতো। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে রফিক শেখ তার বড় মেয়েকে বলে ঘর থেকে বের হন। ভোর ৪টার দিকে ঘরে না ফেরায় মেয়ে তাকে খুঁজতে গিয়ে ছাদের ওপর আমগাছের ডালে দু’হাত বাঁধা অবস্থায় ঝুলতে থাকা বাবার মরদেহ দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।
চিৎকার শুনে নিহতের দুই ছেলে ও স্থানীয়রা এগিয়ে এসে প্লাস্টিকের দড়ি কেটে মরদেহ নামান। তবে ততক্ষণে রফিক শেখের মৃত্যু হয়ে গেছে। পরিবারের দাবি, তাকে হত্যা করে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানা পুলিশের এসআই হাবিবুর রহমান বলেন, “মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, নিহতের দু’হাত পিছনে বাঁধা ছিল। হাত বাঁধা অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
What's Your Reaction?






