ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা

চলতি বছরে ঢাকা জেলার মে ও জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। নিষ্ঠা, দায়িত্বশীলতা, সেবামূলক কর্মকাণ্ড এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন।
সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
শুধু পুলিশ প্রশাসনই নয়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও তাঁর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা বলছেন, তাঁর পদক্ষেপে বাজার এলাকায় চুরি-ছিনতাই অনেক কমেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, সন্তানরা এখন আগের তুলনায় নিরাপদে যাতায়াত করতে পারছে। আর শ্রমজীবী সাধারণ মানুষ জানান, থানায় এসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে না।
স্থানীয়রা জানান, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যাতে সহজেই থানায় এসে সেবা নিতে পারে, সেই পরিবেশ তিনি গড়ে তুলেছেন। তাঁর এই প্রচেষ্টায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী দিনে তিনি আরও দায়িত্বশীলভাবে কাজ করে সাভারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করবেন—এমন প্রত্যাশা করা হচ্ছে।
What's Your Reaction?






