আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বাড়িতে আগুন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 17, 2025 - 15:19
 0  10
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বাড়িতে আগুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘোষবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাড়িটির চারটি কক্ষ পুড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঘোষবাগ এলাকার ছিদ্দিক হোসেনের মালিকানাধীন টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সড়কের অবস্থা ভালো না থাকায় অন্য ইউনিটটি মাঝপথ থেকে স্টেশনে ফিরে যায়। ফায়ার সার্ভিস জানায়, এই অগ্নিকাণ্ডে বাড়িটির দুটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া, পাশের আরেকটি কক্ষের অধিকাংশ এবং অন্য একটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

এ বিষয়ে সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছি। আগুনে কক্ষগুলোর ভেতরের সব মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা না ঘটায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow