সাভারে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 17, 2025 - 15:24
 0  4
সাভারে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের

সাভারে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সোলাইমান হোসাইন (২২) নামে এক পোশাক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সাভারের আল-মুসলিম গার্মেন্টস থেকে খাবারের জন্য ভাড়া বাসায় যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ সোলাইমান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী। সোলাইমান সাভার পৌরসভার গেন্ডা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আল-মুসলিম গার্মেন্টসে চাকরি করতেন, যেখানে তার চাচা হামিদুল ইসলাম এজিএম পদে কর্মরত আছেন।

এ ঘটনায় সোলাইমানের চাচা হামিদুল ইসলাম সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং-১২৫৫)। তিনি জানান, "সোলাইমান প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল। দুপুরে খাবারের জন্য বের হওয়ার পর আর ফেরেনি। রাতেও বাসায় না ফেরায় তার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।"

হামিদুল ইসলাম আরও বলেন, সোলাইমানের কোনো আর্থিক সংকট, পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতা ছিল না। কর্মস্থলেও সে সবার সাথে ভালোভাবেই কাজ করত।

ছেলের নিখোঁজের ঘটনায় ভেঙে পড়েছেন বাবা ইসমাইল হোসেন। তিনি বলেন, "আমার ছেলের কোনো শত্রু নেই। কারও সাথে কোনোদিন ঝামেলাতেও জড়ায়নি। আমি খুব দুশ্চিন্তায় আছি, আমার ছেলেকে যেন নিরাপদে ফিরে পাই।"

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এখন পর্যন্ত তার নিখোঁজ হওয়ার পেছনের কোনো কারণ বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow