আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
What's Your Reaction?
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ঢাকা জেলার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের একটি চৌকস দল। রবিবার (২৯ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশনায়। অভিযানে অংশ নেয় ডিবি (উত্তর) এর একটি বিশেষ দল। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিপন মিয়া (২৫), পিতা—আনোয়ার হোসেন আনু, মাতা—মৃত রেভা বেগম, মোঃ ইমন (২০), পিতা—মোঃ সাদেক, মাতা—মোছাঃ জেসমিন আক্তার এবং মেহেদী হাসান (২১), পিতা—হযরত আলী, মাতা—মোছাঃ কমলা বেগম। তিনজনই আশুলিয়ার দক্ষিণ বাইপাইল, চাড়ালপাড়া এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে।
Dec 24, 2025 0 2167
Oct 8, 2025 0 198
Mar 16, 2025 0 193
Apr 26, 2025 0 181
Sep 26, 2025 0 180
Jan 15, 2026 0 17
Jan 15, 2026 0 2
Jan 15, 2026 0 2
Jan 15, 2026 0 3
Jan 15, 2026 0 2
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।