ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 23, 2025 - 20:06
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলার  ধরমন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ধরমন্ডল ইউনিয়নের পুরান বাজারে এ সভার আয়োজন করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

ধরমন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলাম শিপন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বকুল মিয়া, এম. এ. বাক্কি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ওয়াসিম মিয়া ও মোঃ আলম মিয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান মিয়া, ধর্মনগর ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সালাউদ্দীন, মোঃ আল আমিন মিয়া, মোঃ জসিম মিয়া, মোঃ রফিকুল ইসলাম রকি এবং স্থানীয় বহু নেতাকর্মী।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow