রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Dec 23, 2025 - 18:13
 0  2
রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে রাণীনগর থানায় যোগদান করেন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তথ্যের অন্যতম নির্ভরযোগ্য উৎস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।

রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি বলেন, পুলিশ ও গণমাধ্যম একযোগে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এ লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদসহ রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow