মঘী ইউনিয়নে ৩১তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয় ৩১তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঞ্চনাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শনিবার (২০ ডিসেম্বর) মঘী এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মেলা কমিটি মঘী–মাগুরার সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ। শুভ উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী (মাগুরা–১) আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা কৃষকদলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবাইয়াত হোসেন খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, জেলা কৃষকদলের সহ-সভাপতি মো. সুজন আলী, ৭নং মঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন বিশ্বাস এবং সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান সবুজ।
এ ছাড়া জেলা বিএনপির নেতা নাজমুল হাসান লিটন, জেলা জাসাসের সদস্য সচিব এম. ফেরদৌস রেজা, কৃষক দলের নেতা এহসানুল হক পলাশ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুজ্জামান হাসু, মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী, পৌর শাখা ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মোমিন। প্রধান অতিথি আলহাজ্ব আলী আহমেদ তাঁর হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বাছুর তুলে দেন। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইকোপার্ক ইন্দ্রা এলাকার ক্যাফে বাবর পান একটি ছাগল। তৃতীয় পুরস্কার হিসেবে রাজাপুর ইউনিয়নের হৃদয়ের হাতে ছাগল তুলে দেন জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন, জেলা জাসাস সদস্য সচিব এম. ফেরদৌস রেজা, বিএনপি নেতা হাসানুজ্জামান হাসু, কৃষক দলের নেতা এহসানুল হক পলাশ, যুবদলের নেতা ফিরোজ আহমেদ ও মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী।
অনুষ্ঠানজুড়ে মঞ্চনাটক ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ