আগৈলঝাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: শামীমুল সভাপতি, নাজমুল সম্পাদক
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ‘আজকের পত্রিকা’র প্রতিনিধি মো. শামীমুল ইসলামকে সভাপতি এবং ‘মানবকন্ঠ’র প্রতিনিধি এফএম নাজমুল রিপনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানার সভাপতিত্বে সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন। এ সময় আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুন বাড়ৈ, স্বপন দাস প্রমুখ।
সভার প্রথম অধিবেশনে ২০২৫ সালের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত এবং তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি